Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জানুয়ারি ২০১৯

চতুর্থবার সাংসদ নির্বাচিত হওয়ায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অভিনন্দিত।। সচিবের জন্মদিন পালন

2019-01-01

ঢাকা, ০১ জানুয়ারিঃ 
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতন বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হওয়ায় মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ তাকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছাজ্ঞাপন করেন।

মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রনালয়ের সচিব মো. রইছউল আলম মণ্ডলের নেতৃত্বে মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মন্ত্রীকে অভিনন্দনসহ ফুলেল শুভেচ্ছাজ্ঞাপন করা হয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) অরুন কুমার মালাকারের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সচিব মো. রইছউল আলম মণ্ডল, অতিরিক্ত সচিব যথাক্রমে কাজী ওয়াসি উদ্দিন, সুবোল মনি বোস, যুগ্মসচিব যথাক্রমে ড. একেএম মনিরুল হক, শ্যামল চন্দ্র কর্মকার, তৌফিকুল আরিফ, অসীম কুমার বালা প্রমুখ।

বিভিন্ন দফতরের পক্ষ থেকে অন্যান্যের মধ্যে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়্যারম্যান/অতিরিক্ত সচিব দিলদার আহমদ, মৎস্য অধিদফতরের ডিজি আবু সাইদ মোঃ রাশেদুল হক, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডাঃ হীরেশ রঞ্জন ভৌমিক, মৎস্য গবেষণা ইন্সটিটিউটের ডিজি ড. ইয়াহিয়া মাহমুদ, প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের ডিজি ড. নাথু রাম সরকার, মেরিন ফিসারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।

পরে ১ জানুয়ারি মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মণ্ডলের শুভজন্মদিন উপলক্ষে মন্ত্রী কেক কেটে তাকে শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন। মন্ত্রীর সাংসদ হিসেবে নির্বাচিত হওয়া, খ্রিস্টীয় নববর্ষ ২০১৯ এবং সচিবের জন্মদিন উপলক্ষে দিনটি যুগপতভাবে বেশ জমজমাট ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।