সেকশনঃ সভার নোটিশ ও কার্যবিবরণী
প্রকাশের তারিখঃ ২০২০-০৯-২১
আর্কাইভ তারিখঃ
সভার নোটিশ ২০৮, আগামী ৩০/০৯/২০২০ তারিখ বেলা ০৩.০০ ঘটিকায় যুগ্মসচিব (ব্লু-ইকোনমি) মহোদয়ের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে (ক) মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম এর ৬৫টি পদ সৃজন (খ) বিদ্যমান নিয়োগবিধির তফসিলে বর্ণিত ৩৯ হতে ৪৯ ক্রমিকের নিয়োগপদ্ধতি ও যোগ্যতা সংশোধন (গ) টিওএন্ডই হালনাগাদকরণ সংক্রান্ত বিষয়ে এক সভা অনুষ্ঠিত হবে।