মৎস্য গবেষণায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) একুশে পদক ২০২০ অর্জন করেছে । গত ২০ ফেব্রুয়ারি ২০২০ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএফআরআই ও অপর ২০ জনকে 'একুশে পদক-২০২০' প্রদান করেন। পদক প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এবং সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি । অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম । অনুষ্ঠানে পুরস্কার হিসেবে বিএফআরআইকে একটি সোনার মেডেল, ৩ লক্ষ টাকার চেক এবং সম্মাননা পত্র প্রদান করা হয়।