Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ অক্টোবর ২০২৪

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্প

ক্রমিক

বিষয়

 

বিবরণ

প্রকল্পের নাম

:

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্প

প্রকল্প পরিচালক

:

জনাব মোঃ রাজিবুল আলম

হিসাব নিয়ন্ত্রক

প্রকল্পের মেয়াদকাল

:

জানুয়ারি/২৪ -ডিসেম্বর/২৭

প্রকল্পের প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়)

:

২৩২৮৩

প্রকল্পের উদ্দেশ্য

:

আহরিত মাছের অবতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি কক্সবাজার কেন্দ্রে আধুনিক অবতরণ সুবিধাদি এবং এ সংক্রান্ত সরঞ্জামাদি সংযোজনের মাধ্যমে মাছের আহরোণোত্তর অপচয় হার হ্রাস করাসহ মৎস্য ট্রলারের বার্থিং সুবিধা বৃদ্ধি করা।

প্রকল্প বাস্তবায়ন এলাকা

:

চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সদর উপজেলা

প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম

:

  • Construction Period-এ মাছ অবতরণের জন্য ১৪৫৭.৩ বর্গমিটার অস্থায়ী শেড নির্মাণ (ইস্পাত কাঠামো);
  • ৩ তলা বিশিষ্ট ৬১৪৯.০০ বর্গমিটার ফিশ ল্যান্ডিং সেন্টার ভবন নির্মাণ;
  • ব্যবসায়ীদের জন্য ১৯৫.০০ বর্গমিটার অফিস ভবন নির্মাণ;
  • ০২ টি পন্টুন-গ্যাংওয়ে স্থাপন;
  • ৩১৭৬.৬৯ বর্গমিটার পাড় সংরক্ষণ দেয়াল নির্মাণ;
  • ৭১৪.৬০ বর্গমিটার মৎস্য বাজার ও প্রার্থনা কক্ষ নির্মাণ;
  • সীমানা প্রাচীর নির্মাণ;
  • বিভিন্ন যন্ত্রপাতি ও মাছ ধরার সরঞ্জামাদি ক্রয়।