মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি সেবামূলক, প্রচারধর্মী ও তথ্য নির্ভর সরকারি সংস্থা। কৃষি তথ্য সার্ভিস দ্বিধাবিভক্তিকরণ সম্পর্কীয় সচিব কমিটির আদেশ বলে ১৯৮৬ সালে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি তথ্য সংস্থা দ্বিধাবিভক্ত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ১১০টি পদ নিয়ে “মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর” সৃষ্টি করা হয়।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, পুষ্টির অভাব দূরীকরণ, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিপুল জনগোষ্ঠীকে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক নতুন নতুন কলাকৌশল ও প্রযুক্তিতে উদ্বুদ্ধকরণ, সচেতনতা ও বিশ্বাসযোগ্যতা আনয়নে এ দপ্তর যোগাযোগ মাধ্যম হিসেবে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নের জন্য সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে (Stakeholder) আধুনিক তথ্য সর্ম্পকে সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের নিমিত্ত উন্নত কলাকৌশল ও আধুনিক প্রযুক্তি বিষয়ক তথ্যাবলী বিভিন্ন গণ মাধ্যমের সাহায্যে সরবরাহ ও সেবা প্রদান নিশ্চিত করার জন্য অত্র দপ্তরকে ‘মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য ভান্ডার’ হিসেবে গণ্য করা হয়। তথ্য প্রবাহের আধুনিক কলাকৌশল অবলম্বনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে এগিয়ে নেওয়াই এ দপ্তরের মূল লক্ষ্য ।
ওয়েবসাইটঃ http://www.flid.gov.bd/