Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২০

চাঁদপুরস্থ নদী কেন্দ্রে ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্প

প্রকল্প পরিচালকঃ মোঃ আবুল বাশার

মোবাইল নং- 01719-818187

প্রকল্পের সারসংক্ষেপ

১.

প্রকল্পের নাম:

চাঁদপুরস্থ নদী কেন্দ্রে ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্প  

 

২.

বাস্তবায়নকারী সংস্থা:

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

 

৩.

অনুমোদিত ব্যয়:

৩৮.৫৬ কোটি টাকা (জিওবি)

 

৪.

প্রকল্প মেয়াদ:

জানুয়ারি ২০১৭ হতে জুন ২০২১

 

৫.

অনুমোদনের  তারিখ:

২৩.০২.২০১৭ খ্রি:

 

৬.

প্রকল্প এলাকা:

 চাঁদপুর সদর উপজেলা

৭.

প্রকল্পের উদ্দেশ্য (সংক্ষিপ্ত):

(ক) ইলিশ গবেষণা জোরদারকরণের জন্য চাঁদপুর নদী কেন্দ্রে একটি ইলিশ গবেষণার ও অন্যান্য অবকাঠামো তৈরী।

(খ) ইলিশ সম্পদ সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির জন্য যথাযথ প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে যুগোপযোগী গবেষণা পরিচালনা।

(গ) ইলিশ সম্পদ সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রশিক্ষণ এবং প্রযুক্তি মাঠ পর্যায়ে প্রদর্শনের সুযোগ সৃষ্টি করা ও বিভিন্ন স্টেকহোল্ডারদের জন্য প্রশিক্ষণ প্রদান করা।

৮.

প্রকল্পের প্রধান কার্যক্রম:

(ক) ইলিশ সম্পদের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন  প্রয়োগিক গবেষণা পরিচালনা।

(খ) বিভিন্ন অবকাঠামো নির্মাণ (ইলিশ গবেষণার, এ-টাইপ ভবন, ডরমেটরী কাম ট্রেনিং, মেশিনারী এবং ফিড স্টোর, ইলেকট্রিক সাব-স্টেশন ভবন, গভীর নলকূপ, বাউন্ডারী ওয়াল ইত্যাদি।

(খ) ১টি আধুনকি গবষেণা ভসেলে, ১টি স্পডিবোট ক্রয়, ১২টি মটরসাইকলে ইত্যাদি।

 

৯.

জুন ২০১৯ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি:

১৩৮৬.৬৪ লক্ষ  টাকা (35.94%)

১০.

চলতি বছরে (2019-20) eরাদ্দ ও অগ্রগতি:

৯৭৫.০০ লক্ষ টাকা ডিসেম্বর ch©šÍ অগ্রগতি 390.00 jÿ UvKv (৪০%)

 

১১.

সমস্যা (যদি থাকে):

 নাই