ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর কর্মসম্পাদন সুচক "[১.৩.১] অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগসহ আওতাধীন দপ্তর /সংস্থা/বিভাগীয় অফিসসমূহের অংশগ্রহণে ন্যুনতম একটি ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) আয়োজন এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন" কার্যক্রমটি বাস্তবায়নের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর/সংস্থার অংশগ্রহণে স্মার্ট ইনোভেশন শোকেসিং (প্রদর্শনী) কর্মশালা আগামী ২২ এপ্রিল, ২০২৪ খ্রিঃ তারিখ (সম্ভাব্য) আয়োজন করা হবে।