Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২০

বৃহত্তর যশোর জেলায় মৎস্য চাষ উন্নয়ন প্রকল্প

প্রকল্প পরিচালকঃ হরেন্দ্র নাথ সরকার

মোবাইল নং:০১৭১১১৯২৪৩৫

প্রকল্পের সারসংক্ষেপ

১।

প্রকল্পের নাম

:

বৃহত্তর যশোর জেলায় মৎস্য চাষ উন্নয়ন প্রকল্প

২।

বাস্তবায়নকারী সংস্থা

:

মৎস্য অধিদপ্তর

৩।

অনুমোদিত ব্যয়

 

:

 মোট 39.1644 কোটি টাকা (সম্পূর্ণ জিওবি)

 

৪।

প্রকল্প মেয়াদ

:

জানুয়ারি, 2016 থেকে ডিসেম্বর, ২০19

৫।

অনুমোদনের তারিখ

:

পরিকল্পনা কমিশনের তারিখঃ  11/04/2016

মন্ত্রণালয়ের প্রশাসনিক আদেশের তারিখঃ 18/04/2016

৬।

প্রকল্প এলাকা

:

যশোর, ঝিনাইদহ, মাগুরা এবং নড়াইল জেলার 21টি উপজেলা

৭।

প্রকল্পের উদ্দেশ্য

:

  • বৃহত্তর যশোর অঞ্চলে চাষের অধীন ও প্রাকৃতিক জলাশয়ের মাছের উৎপাদন বৃদ্ধি
  • মৎস্য অভয়াশ্রম স্থাপন, বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ/মাছের পোনা অবমুক্তি ও জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ
  • পুনঃখনন ও ছোট ছোট অবকাঠামো নির্মাণের মাধ্যমে নির্বাচিত জলাশয়ের আবাসস্থল উন্নয়ন
  • প্রকল্প এলাকায় দরিদ্র ও ভূমিহীনদের মাছ ও মাছচাষ সংশ্লিষ্ট কার্যক্রমে সম্পৃক্তকরণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
  • প্রকল্প এলাকার মৎস্যজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর আয় নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ

৮।

প্রকল্পের প্রধান কার্যক্রম

:

  • প্রদর্শনী খামার স্থাপন-১৬৮টি
  • পুনঃখনন-৭৬.৫৬ হেক্টর
  • মৎস্য অভয়াশ্রম স্থাপন- ৪২টি
  • ভূমি অধিগ্রহন (মাছের পোনা বিক্রয় কেন্দ্র নির্মাণের জন্য)-৮০ শতক
  • মাছের পোনা বিক্রয় কেন্দ্র নির্মাণ-১টি
  • মৎস্য আহরণোত্তর পরিচযা কেন্দ্র নির্মাণ-৪টি
  • সুফলভোগীদের প্রশিক্ষণ- ৪০০ ব্যাচ
  • কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ-৪২৫ জন

 

৯।

জুন ২০১৯ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি

:

29.6৬ কোটি টাকা (৭৫.৭২% )

 

১০।

চলতি বছরে (২০১৯-২০) বরাদ্দ ও অগ্রগতি

:

বরাদ্দ: 9.40 কোটি টাকা

ব্যয়: 9.2৬ লক্ষ টাকা (আর্থিক ৯৮.৪৮%) (ডিসেম্বর/২০১৯ পর্যন্ত)

 

 

 

 

 

১১।

সমস্যা (যদি থাকে)

:

 

 প্রকল্পটি ডিসেম্বর/২০১৯- এ সমাপ্ত হয়েছে।