Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশে GHSA এর লক্ষ্য অর্জনে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং জুনোসিস প্রতিরোধ” শীর্ষক প্রকল্প

প্রকল্প সারসংক্ষেপ

১।

প্রকল্পের নাম

:

বাংলাদেশে GHSA এর লক্ষ্য অর্জনে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং জুনোসিস প্রতিরোধ” শীর্ষক প্রকল্প

২।

বাস্তবায়নকারীসংস্থা

:

বাংলাদেশপ্রাণিসম্পদগবেষণাইনস্টিটিউট

৩।

অনুমোদিত ব্যয়

:

মোট: ৮.৮২৩১ কোটি (জিওবি: ১.৫৫৬৩ কোটি ,  বৈদেশিক সাহায্য (আরপিএ): ৭.২৬৬৮ কোটি)

৪।

প্রকল্প মেয়াদ

:

সেপ্টেম্বর ২০১৭ খ্রীঃ থেকে সেপ্টেম্বর ২০২০

৫।

অনুমোদনের তারিখ

:

প্রশাসনিক মন্ত্রণালয়: ১৭/০৫/২০১৮

৬।

প্রকল্প এলাকা

:

জেলা

উপজেলা

ঢাকা

ঢাকা মহানগর এবং সাভার

গাজীপুর

গাজীপুর সদর

ময়মনসিংহ

ভালুকা

৭।

প্রকল্পের উদ্দেশ্য

:

ক) পোল্ট্রি ও প্রাণিসম্পদ ফুড ভ্যালু চেইনে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার নজরদারি (surveillance) কার্যক্রম জোরদারকরণের সাথে সাথে উক্ত জীবাণু পরিবেশে ছড়িয়ে পরার কারণ নির্ধারণ।

খ) অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে কৌশল (intervention) উদ্ভান ও নির্দেশনা প্রণয়ন,

গ) দ্রুত ও নির্ভুলভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নির্ণয়ের লক্ষ্যে নিরাপদ খাদ্য গবেষণা গারের (Food Safety Laboratory) সক্ষমতা বৃদ্ধিকরণ

 

৮।

প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম

:

(ক) প্রাণিস্বাস্থ্য গবেষণা বিভাগের দ্বিতীয় তলার গবেষণা গারের বায়োসেফটি ও বায়োসিকি ও রিটসংস্কার ও উন্নতকরণের মাধ্যমে আন্তর্জাতিক মানের বায়োসেফটিলেভেল -২ প্লাস অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স গবেষণাগার প্রতিষ্ঠা

(খ) দ্রুত ও নির্ভুল ভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নির্ণয়ের লক্ষ্যে নতুন প্রজন্মের যন্ত্রপাতি ক্রয়

(গ) বায়োসেফটিলেভেল-২ প্লাস গবেষণাগার ওনতুন যন্ত্রপাতির চাহিদা অনুসারে প্রাণিস্বাস্থ্য গবেষণা বিভাগের দ্বিতীয় তলার ৪৪০ ভোল্ট বৈদ্যুতিক লাইন মেরামত

(ঘ) অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ও জুনোসিস ব্যাকটেরিয়ার নজরদারি কার্যক্রম জোরদারকরণ ও উক্ত জীবাণু পরিবেশে ছড়িয়ে পরার কারণ নির্ধারণ এবং প্রতিরোধের মাধ্যমে নিরাপদ পোল্ট্রি ও প্রাণিসম্পদ নিশ্চিতকরণ

৯।

চলতি বছরে 2019-20) বরাদ্দ ও অগ্রগতি

:

বরাদ্দ: ২.৩৩ কোটি টাকা, 

ডিসেম্বর পর্যন্ত অগ্রগতি: ০.১৯২৯ কোটি টাকা (৮.৫৮%)

১০।

জুন ২০১৯ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি

:

২.৫৭১৮ কোটি টাকা (২৫%)

১১।

সমস্যা যদি থাকে

:

উন্নয়ন সহযোগী সংস্থার শর্ত পূরণে প্রকল্প অফিসের গৃহীত পদক্ষেপ/কার্যক্রম যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা কর্তৃক অনুমোদনে দীর্ঘসূত্রীতার ফলে বৈদেশিক সাহায্য (আরপিএ) ছাড়ে ধীরগতি।