Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২০

রেড চিটাগাং ক্যাটেল উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প (২য় পর্যায়)

প্রকল্প সারসংক্ষেপ

 

১।

প্রকল্পের নাম

:

রেড চিটাগাং ক্যাটেল উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প (২য় পর্যায়)

২।

বাস্তবায়ন কারী সংস্থা

:

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট

৩।

অনুমোদিত ব্যয়

 

:

মোটঃ  ৩৪.৪২ কোটি টাকা (সমপূর্ণ জিওবি)

 

৪।

প্রকল্প মেয়াদ

:

জানুয়ারী ২০১৮থেকে ডিসেম্বর ২০২১খ্রিঃ

 

৫।

অনুমোদনের তারিখ

:

পরিকল্পনা কমিশনের তারিখঃ ২৮/১১/২০১৭ খ্রিঃ     

মন্ত্রণালয়ের প্রশাসনিক আদেশের তারিখঃ  ০৭/১২/২০১৭ খ্রিঃ     

৬।

প্রকল্প এলাকা

:

জেলা

উপজেলা

 

 

 

ঢাকা

সাভার

শরিয়তপুর

নড়িয়া

ময়মনসিংহ

সদর

কুড়িগ্রাম

রাজারহাট

টাংগাইল

সখিপুর

রাজশাহী

গোদাগাড়ী

যশোর

কেশবপুর

সিলেট

জৈন্তাপুর

চট্টগ্রাম

সাতকানিয়া, হাটহাজারী,আনোয়ারা চন্দনাইশ,পটিয়া,বাঁশখালি

বান্দরবন

নাইক্ষ্যংছড়ি

নোয়াখালী

সন্দীপ

৭।

প্রকল্পের উদ্দেশ্য

:

ক. ওপেন সিউক্লিয়াস ব্রীডিং পদ্ধতিতে আরসিসি-র সংরক্ষণ;

খ. গ্রামীণ অঞ্চলের দেশি গাভীকে আরসিসি বীজ দ্বারা পাল .

দিয়ে উন্নীত বংশধর উৎপাদন ও তাদের উৎপাদন দক্ষতা যাচাই;

গ. আরসিসি-র সর্বোৎকৃষ্ট পালে (elite stock) সর্বাধুনিক কৌশল ও প্রযুক্তির ব্যবহার (জীন রহস্য, অধিক ডিম্বস্খলন  ও ভ্রুণ স্থানান্তর ইত্যাদি);

ঘ. মানবসম্পদ উন্নয়নের জন্য প্রশিক্ষক (বিজ্ঞানী ও সরকারী কর্মকর্তা), কৃত্রিম প্রজনন কর্মী এবং গাভী পালন কারী খামারী প্রশিক্ষণ; এবং

ঙ. আরসিসি-কে প্রচারনার মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং একে জাত হিসেবে স্বীকৃতি অর্জন।

 

৮।

প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম

১। বিএলআরআই  হেড কোয়ার্টার:

 কনফারেন্স কমপাউন্ড, সেড নির্মাণ,রোড নির্মাণ, বিদ্যুতায়ন  ও পানি সরবরাহ লাইন স্থাপন।

২। রাজশাহী  জেলার গোদাগাড়ীতে আঞ্চলিক কেন্দ্রঃ

গাভীর শেড,ম্যাটারনিটি ও বাছুরের শেড,কোয়ারেন্টাইন সেড,সীমানা প্রাচীর, রোড নির্মাণ,বিদ্যুতায়ন ও পানি সরবরাহ লাইন স্থাপন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি আঞ্চলিক কেন্দ্রঃ

গাভীর শেড,ম্যাটারনিটি ও বাছুরের শেড,বাড়ন্ত ও প্রজনন ষাঁড়ের শেড,পানি সরবরাহ,বিদ্যুতায়ন, ও বক্স কালভার্ট নির্মাণ ।

৯।

জুন ২০১৯ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি

:

১২.৬৯৯৩ কোটি টাকা (৩৫%)

 

চলতি বছরে 2019-20) বরাদ্দ ও অগ্রগতি

:

বরাদ্দ                       : ১০.৫০ কোটি টাকা 

ডিসেম্বর পর্যন্ত অগ্রগতি : ২.২১ কোটি টাকা (২১%)

১০।

 

 

 

১১।

সমস্যা যদি থাকে

:

সমস্যা নাই