Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২০

জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প (১ম সংশোধিত)

প্রকল্পের সারসংক্ষেপ

১।

প্রকল্পের নাম

:

জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প (1ম সংশোধিত)

২।

বাস্তবায়নকারী সংস্থা

:

মৎস্য অধিদপ্তর

৩।

অনুমোদিত ব্যয়

 

:

 মোট 292.15 কোটি টাকা (সম্পূর্ণ জিওবি)

 

৪।

প্রকল্প মেয়াদ

:

অক্টোবর, 2015 হতে জুন, 2020 পর্যন্ত

৫।

অনুমোদনের তারিখ

:

পরিকল্পনা কমিশনের তারিখ: 17/02/2016

মন্ত্রণালয়ের প্রশাসনিক আদেশের তারিখ: 1/03/2016

1ম সংশোধিত অনুমোদনের তারিখ: ০৬/০৫/২০১৮

৬।

প্রকল্প এলাকা

:

দেশের 53 টি জেলার 229 টি উপজেলা

৭।

প্রকল্পের উদ্দেশ্য

:

  • টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর  খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারের দারিদ্র্য বিমোচন প্রচেষ্টাকে ত্বরান্বিত করা; 
  • পতিত জলাশয় সংস্কারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করে পুষ্টির চাহিদা পূরণ;
  • মাছ চাষের উন্নত প্রশিক্ষণ, সম্প্রসারণ সেবা এবং মৎস্য চাষের প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে গ্রামীণ দরিদ্র মৎস্য চাষি, মৎস্যজীবী, বেকার যুবক ও দুস্থ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি করা ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা;
  • সমাজভিত্তিক মৎস্যচাষ ব্যবস্থার সূচনা করা  এবং উন্নয়নকৃত জলাশয়ে সুফলভোগীদের অধিকার প্রতিষ্ঠা করা এবং
  • পতিত জলাশয় সংস্কারের মাধ্যমে আবাসস্থল পুনরুদ্ধার করে পরিবেশ বান্ধব মাছ চাষ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করা।  

৮।

প্রকল্পের প্রধান কার্যক্রম

:

  • প্রকল্প এলাকার ডিপিপির তালিকাভুক্ত জলাশয় পুন:খনন – ৭৬.৬০ লক্ষ ঘঃমিঃ
  • পাইপ কালভার্ট/পানি নিস্কাষণের অবকাঠামো নির্মাণ-৭৮ টি
  • মৎস্যচাষ প্রদর্শনী স্থাপন- ৬৮টি
  • সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান -১৬৫০ জন

 

৯।

জুন ২০১৯ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি

:

181.95 কোটি টাকা (আর্থিক 62.28%)

 

১০।

চলতি বছরে (২০১৯-২০) বরাদ্দ ও অগ্রগতি

:

বরাদ্দ ১০৯.৮৪ কোটি টাকা

4.১৮ কোটি টাকা (আর্থিক 3.8১%) (ডিসেম্বর/২০১৯ পর্যন্ত)

 

১১।

সমস্যা (যদি থাকে)

:

  • প্রকল্পের 2য় সংশোধিত প্রস্তাব পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য গত ০৯/১২/২০১৯ খ্রি: প্রেরণ করা হয়েছে। চলতি বছরের এডিপি লক্ষ্যমাত্রা অর্জন 2য় সংশোধিত ডিপিপি অনুমোদনের ওপর নির্ভরশীল।

 

 

-প্রকল্পটি মোট ৪৩৮.২২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে অক্টোবর/২০১৯ হতে জুন/২০২১ মেয়াদে বাস্তবায়নের   লক্ষ্যে ২য় সংশোধন প্রস্তাব পরিকল্পনা কমিশনে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।