Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০২০

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প

1|

প্রকল্পের নাম

:

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প

2|

বাস্তবায়নকারী সংস্থা

:

প্রাণিসম্পদ অধিদপ্তর

3|

অনুমোদিত ব্যয়

:

ক) মোট ঃ ৪২৮০.৩৬ কোটি টাকা

খ) জিওবি ঃ ৩৯৪.৬৩ কোটি টাকা

গ) পিএ ঃ ৩৮৮৫.৭৩ কোটি টাকা

4|

প্রকল্প মেয়াদ

:

০১/০১/২০১৯ - ৩১/১২/২০২৩ ইং।

5|

অনুমোদনের তারিখ

:

পরিকল্পনা কমিশনের তারিখঃ ০৭/১১/২০১৮খ্রিঃ

মন্ত্রণালয়ের প্রশাসনিক আদেশঃ ০৫/১২/২০১৮ ইং।

6|

প্রকল্প এলাকা

:

৬১ জেলাধীন ৪৬৫ উপজেলা ।

7|

প্রকল্পের উদ্দেশ্য

:

প্রাণিসম্পদজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, প্রাণিজাত পণ্যের মার্কেট লিংকেজ ও ভ্যালু চেইন সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারী খামারীদের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ব্যবস্থাপনা, নিরাপদ প্রানীজ খাদ্য উৎপাদন এবং বেসরকারী উদ্দ্যোক্তাগণের সক্ষমতা বৃদ্ধিও মাধ্যমে প্রাণিসম্পদ খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জন।

8|

প্রকল্পের প্রধান কার্যক্রম

:

  • প্রডিউসার গ্রুপ প্রতিষ্ঠা (৫৫০০টি)
  • ১৯১০০০ সুফলভোগী নির্বাচন
  • দুধ প্রক্রিয়াকরণ ইউনিট ৪১৫টি
  • হাব ২০টি
  • ১৭৫টি কুলিং সেন্টার তৈরী
  • মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ৩৬০টি
  • ২৩৮টি উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ
  • ম্যানিউর এন্ট্রিপ্রেনিউরশিপ উন্নয়ন ১০টি
  • ৩টি সিটি কর্পোরেশনে ৩টি স্লটার হাউজ নির্মাণ
  • ২০টি জেলায় স্লটার হাউজ নির্মাণ
  • ১৯২টি উপজেলায় Wet Market তৈরী
  • ২০০০টি স্কুলে ছাত্র-ছাত্রীদের দুধ খাওয়ানো কর্মসূচী
  • প্রাণিসম্পদ বীমা ব্যবস্থা চালুকরণ ১০০০০০টি গাভী
  • ডেইরী ডেভেলপমেন্ট বোর্ড প্রতিষ্ঠা

9|

জুন/২০১৯ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি

(কোটি টাকায়)

:

১১.৪৮৭৪ (জিওবি-২.২৫৭৩, পিএ-৯.২৩০১)

10|

চলতি অর্থবছরে (২০১৯-২০) বরাদ্দ ও অগ্রগতি (কোটি টাকায়)

:

বরাদ্দ ঃ ৫৫০.০০ (জিওবি-৫০.০০, পিএ-৫০০.০০)

অগ্রগতি ঃ ২৬.২৬ (জিওবি-৪.০৬, পিএ-২২.২০)

11|

সমস্যা (যদি থাকে)

:

১। ডিপিপিতে অন্তর্ভূক্ত বিভিন্ন প্যাকেজের কার্যক্রম গ্রহণের নিমিত্ত বিধি মোতাবেক বিশ্ব ব্যাংকের অনুমোদনের জন্য প্রস্তাব প্রেরণ করা হলেও যথাসময়ে সম্মতি পাওয়া যাচ্ছেনা।

২। বিধি মোতাবেক বিভিন্ন প্যাকেজের বিভিন্ন পর্যায়ে বিশ্ব ব্যাংকের অনুমোদন প্রাপ্তি বিলম্বিত হচ্ছে।