Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২০

ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজী স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প

 

প্রকল্প পরিচালকঃ ডাঃ মোঃ হাবিবুর রহমান

মোবাইল নংt ০১৭১১-৯৭৭৮৭৩

 

প্রকল্প সারসংৰেপ

 

১।

প্রকল্পের নাম

:

ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজী স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প

২।

বাসৱবায়নকারী সংস্থা

:

প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।

৩।

অনুমোদিত ব্যয়

 

:

মূল ঃ ২০৭.৩৮ কোটি টাকা (সম্পূর্ণ জিওবি)

১ম সংশোধিত ঃ ২৩০.০৫ কোটি টাকা (সম্পূর্ণ জিওবি)

৪।

প্রকল্প মেয়াদ

:

মূলঃ ০১/০৭/২০১৪ থেকে ৩০/০৬/২০১৯ খ্রিঃ

১ম সংশোধনঃ ০১/০৭/২০১৪ থেকে ৩০/০৬/২০২০ খ্রিঃ পর্যনৱ

৫।

অনুমোদনের তারিখ

:

মূল ঃ ১৬/১১/২০১৪ খ্রিঃ

১ম সংশোধিত ঃ ০৬/০১/২০১৯ খ্রিঃ

৬।

প্রকল্প এলাকা

:

প্রকল্প এলাকা ৫টি। যথা:- (ক) গাইবান্ধা; (খ) নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া;

(গ) গোপালগঞ্জ; (ঘ) নেত্রকোনা ও (ঙ) ডুমুরিয়া, খুলনা।

৭।

প্রকল্পের উদ্দেশ্য

:

ক) লাইভস্টক সেক্টরের উন্নয়নের জন্য কারিগরিভাবে দক্ষ জনশক্তি উন্নয়ন; 

খ) মানসম্মত লাইভস্টক ডিপ্লোমা কোর্স পরিচালনার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি  ও ব্যবহারিক প্রশিক্ষণ সুবিধা সম্বলিত ৫ (পাঁচ)টি স্বয়ংসম্পূর্ণ লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা; এবং

গ) দক্ষ জনশক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ সেক্টরে উৎপাদন বৃদ্ধি ও লাগসই উন্নয়ন।

৮।

প্রকল্পের প্রধান কার্যক্রম

:

১.ভূমি অধিগ্রহণ (১২ একর)

২.পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ

৩. ৫টি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ

৪. সিলেবাস প্রণয়ন ও টেকনিক্যাল পুসৱক প্রকাশনা

৫. ৫টি আইএলএসটি প্রতিষ্ঠানের জন্য ফার্নিচার, ল্যাব ইকুইপমেন্ট ও গাড়ী ক্রয়

৯।

জুন ২০১৯ পর্যনৱ ক্রমপুঞ্জিত অগ্রগতি

:

জুন ২০১৯ পর্যনৱ ক্রমপুঞ্জিত অগ্রগতি আর্থিক ১৪৪.১৫ কোটি টাকা (৬২.৬৬%)

১০।

চলতি বছরের (২০১৯-২০) বরাদ্দ ও অগ্রগতি

:

চলতি বছরের বরাদ্দ ৭৫.০০ কোটি টাকা ও wW‡m¤^i/19 পর্যনৱ আর্থিক অগ্রগতি ২৪.৪৮ কোটি টাকা (৩২.৬৪%)

১১।

সমস্যা (যদি থাকে)

:

ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজী ডুমুরিয়া, খুলনা-এর সকল নির্মাণ কাজের চুক্তি জুন/১৯ এর মধ্যে সম্পাদন করা হয়েছে। নির্মাণ স্থানে জায়গার ¯^íZvi কারণে কার্যাদেশ পাওয়া সত্ত্বেও সকল ঠিকাদার তাদের কাজ সময় মত শুরম্ন করতে পারেনি। অধিকন্তু প্রকল্প এলাকার তিন দিক পানি বেষ্টিত হওয়ায় সীমানা প্রাচীরের কাজ এখনো পর্যনৱ শুরম্ন করা সম্ভব হয়নি। আইএলএসটি নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এর অডিটরিয়াম ভবন নির্মাণে ১৮ মাস সময় দেওয়া হলেও আইএলএসটি নেত্রকোনা ও গোপালগঞ্জ এর অডিটরিয়াম ভবন নির্মাণের জন্য এক বছর সময় দেয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে ভবন দু’টি নির্মাণ কাজ সুন্দরভাবে সম্পন্ন করা অত্যনৱ কষ্টসাধ্য। তাই প্রকল্পটির সুষ্ঠু বাসৱবায়নের লৰ্যে মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হবে।