Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২০

আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্প।

প্রকল্প সারসংৰেপ

 

১।

প্রকল্পের নাম

আধুনিক প্রযুক্তিতে গরম্ন হৃষ্টপুষ্টকরণ প্রকল্প।

২।

বাসৱবায়নকারী সংস্থা

প্রাণিসম্পদ অধিদপ্তর।

৩।

অনুমোদিত ব্যয়

মোট : ৪২.২২৮৭ কোটি টাকা। (সম্পূর্ণ জিওবি)

৪।

প্রকল্প মেয়াদ

০১/০১/২০১৯ইং হতে ৩১/১২/২০২১ইং।

৫।

অনুমোদনের তারিখ

পরিকল্পনা কমিশনের তারিখ : ২৫-০৭-২০১৮ইং।

মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের তারিখ : ০১/০৯/২০১৮ইং।

৬।

প্রকল্প এলাকা

৬৪টি জেলার ৪৯১টি উপজেলা।

৭।

প্রকল্পের উদ্দেশ্য

১। প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিতকরণ এর উৎপাদন পদ্ধতি

    নিরাপদকরণ।

২। প্রানিৱক পর্যায়ে খামারীদের প্রশিৰণের মাধ্যমে ৰুদ্র উদ্দ্যেক্তা গড়ে

    তোলা।

৩। ঈদুল আযহা-এর সময় হাটে পর্যাপ্ত গরম্নর সরবরাহ নিশ্চিত করা।

৪। মাংস ও চামড়া রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন।

৫। নারী ও প্রানিৱক জনগোষ্ঠীর আত্ম-কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য

    বিমোচন।

৮।

প্রকল্পের প্রধান কার্যক্রম

  • গরম্ন হৃষ্ট-পুষ্টকরণ বিষয়ক প্রযুক্তি হসৱানৱর এবং জনসচেতনতা বৃদ্ধি।
  • ৪৯১টি উপজেলার ১,১০,৪৭৫ জন খামারীকে বৈজ্ঞানিক পদ্ধতিতে গরম্ন হৃষ্টপুষ্টকরণ বিষয়ে প্রশিৰিত করণ।
  • সুফলভোগী খামারীদের মাঝে বিনা মূল্যে মেডিসিন ও ভ্যাকসিন বিতরণ।

৯।

জুন ২০১৯ পর্যনৱ ক্রমপুঞ্জিত অগ্রগতি

০.০৬ কোটি টাকা (0.15%)।

১০।

চলতি বছরের (২০১৯-২০) বরাদ্দ ও অগ্রগতি

৩.০০ কোটি টাকা, ব্যয়-১.৩৭ কোটি টাকা (45.74%)।

১১।

সমস্যা (যদি থাকে)

প্রকল্পটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে বাসৱবায়িত হয়। মাঠ পর্যায়ে জনবল ¯^íZvi কারনে বাসৱবায়নে সমস্যা হচ্ছে।