Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২০

রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প

প্রকল্প পরিচালকঃ মোঃ কামরুল হাসান

মোবাইল নং: ০১৭১২১৩১২২২

 

প্রকল্পের সারসংক্ষেপ

১।

প্রকল্পের নাম

:

রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প

২।

বাস্তবায়নকারী সংস্থা

:

মৎস্য অধিদপ্তর

৩।

অনুমোদিত ব্যয়

 

:

ক) মোটঃ ৪৭.৪৭ কোটি টাকা (সম্পূর্ণ জিওবি)

 

৪।

প্রকল্প মেয়াদ

:

জানুয়ারি, ২০১৯ হতে ডিসেম্বর, ২০২২

৫।

অনুমোদনের তারিখ

:

পরিকল্পনা কমিশনের তারিখ: ১৪/০২/২০১৯

মন্ত্রণালয়ের প্রশাসনিক আদেশের তারিখ: ০৯/০৫/২০১৯

৬।

প্রকল্প এলাকা

:

রাজশাহী বিভাগে ৮ টি জেলার ৬৫ উপজেলা

৭।

প্রকল্পের উদ্দেশ্য

:

  • রাজশাহী এলাকায় মাছ চাষ ও মুক্ত জলাশয় ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ;
  • মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা, বিলুপ্ত প্রায় দেশীয় মাছের পোনা মজুদ ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে মাছের জীববৈচিত্র্য সুরক্ষা;
  • স্থায়িত্বশীল জলীয় বাস্তুতন্ত্র ও উৎপাদনশীলতা উন্নয়নের জন্য মাছের আবাসস্থল উন্নয়ন;
  • দরিদ্র মৎস্যজীবী ও মাছ চাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন;
  • উন্নত প্রযুক্তি গ্রহণ করে রাজশাহী এলাকার জলবায়ু পরিবর্তনের বিপন্নতা হ্রাস; এবং
  • রাজশাহী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার অধিক সুযোগ সৃষ্টি।

৮।

প্রকল্পের প্রধান কার্যক্রম

:

প্রদর্শনী খামার স্থাপন - ১৮৬০ টি

প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ, ইত্যাদি- ১৪৭২ ব্যাচ

বিল নার্সারি খনন  - ৮০ টি (১৬.২ হেক্টর)

বিল নার্সারি স্থাপন- ৮০ টি

অভয়াশ্রম স্থাপন   -৫০ টি (৩০ হেক্টর)

অভয়াশ্রম মেরামত- ১৫০ টি

জেলেদের বিকল্প আয়বর্ধক কর্মসূচি - ২০০০ জন

মৎস্যবীজ উৎপাদন খমার, বড়াইগ্রাম, নাটোর এর অফিস বিল্ডিং ও গার্ডসেড নির্মাণ- ১ টি

কমিউনিটি গার্ডসেড নির্মাণ – ২০ টি

গ্রামীণ মৎস্যবীজ উৎপাদন খামার- ক) পত্নীতলা খ) কাহালু গ) গাবতলী পুনঃসংস্কার- ৩ টি

৯।

জুন ২০১৯ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি

:

প্রকল্পটি নতুন চলতি অর্থবছরে প্রকল্পটি বরাদ্দসহ অন্তর্ভুক্ত করা হয়েছে।

১০।

চলতি বছরে (২০১৯-২০২০) বরাদ্দ ও অগ্রগতি

:

বরাদ্দ ৮.০০ কোটি

ব্যয় ২.১৭ কোটি টাকা (আর্থিক ২৭.১১%) (ডিসেম্বর/২০১৯ পর্যন্ত)

 

১১।

সমস্যা (যদি থাকে)

: