Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২০

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ই-সেবা কার্যক্রম চালুকরণ প্রকল্প

প্রকল্পের সার-সংক্ষেপ

 

১।

প্রকল্পের নাম

:

মৎস্য প্রাণিসম্পদ খাতে -সেবা কার্যক্রম চালুকরণ প্রকল্প

২।

বাস্তবায়নকারী সংস্থা

:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

৩।

অনুমোদিতব্যয়

 

:

মোটঃ ১৫.৭৪ কোটি টাকা (সম্পূর্ণ জিওবি)

 

৪।

প্রকল্প মেয়াদ

:

জানুয়ারি ২০১৯ হতে জুন ২০২2

৫।

অনুমোদনের তারিখ

:

পরিকল্পনা কমিশনের তারিখঃ ১৪/০২/১৯ইং

মন্ত্রণালয়ের প্রশাসনিক আদেশের তারিখঃ ১৮/০২/১৯ইং

৬।

প্রকল্প এলাকা

:

grm¨ I cÖvwYm¤ú` gš¿Yvjq

৭।

প্রকল্পের উদ্দেশ্য

:

  • মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সেবা প্রদান প্রক্রিয়া সহজীকরণ করে তা সুবিধাভোগীদের দোড় গোড়ায় পৌছানোর পদক্ষেপ গ্রহণ;
  • সেবা অটোমেশনের মাধ্যমে ই-সেবার মান উন্নয়নকরণ;
  • স্বল্প সময় ও সহজে সম্প্রসারণ সেবার উন্নতমান নিশ্চিতকরণ; এবং
  • মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারকরণ।

 

৮।

প্রকল্পের প্রধান কার্যক্রম

:

  • সফটওয়ার তৈরি-২৫ টি
  • ই-কনটেন্ট/ভিডিও কনটেন্ট তৈরি -৫৫টি (মৎস্য অধিদপ্তরের ২০টি, প্রাণিসম্পদ অধিদপ্তরের ৩০টি, মন্ত্রণালয়ের ৫টি)
  • মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ  ও  করিডোর আধুনিকায়ন
  • মন্ত্রণালয়ের Local Area network (LAN) এবং Wi-Fi নেটওয়ার্ক আপগ্রেডকরণ
  • প্রশিক্ষণ-মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ- ২২জন
  • সেমিনার/ওয়ার্কসপ- ৬টি
  • কলসেন্টার ২টি (Digtal Call Center-DCC) ¯’vcb (মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরে)
  • প্রচার-প্রচারণা

 

৯।

জুন ২০১৯ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি

:

১.৬০ কোটি টাকা (১০.১৭%)

১০।

চলতি বছরে (২০১৯-২০) বরাদ্দ ও অগ্রগতি

:

৩.০০ কোটি টাকা, অগ্রগতি ০.৪৫ কোটি টাকা (১৫%) ।

১১।

সমস্যা (যদি থাকে)

:

এটুআইএর নিকট হতে সফটওয়ার তৈরীর টিওআর না পাওয়ার কারণে এ কাজটি বিলম্ব হচ্ছে।