Wellcome to National Portal
  • Screenshot_4
  • shutterstock_139156931
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১ মে ২০২৫

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প

ক্রমিক

বিষয়

 

বিবরণ

প্রকল্পের নাম

:

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প

প্রকল্প পরিচালক

:

ডাঃ মোঃ আব্দুর রহিম, উপপরিচালক

প্রকল্পের মেয়াদকাল

:

জুলাই ২০২৩- জুন ২০২৭

প্রকল্পের প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়)

:

৩০৩৬৭

প্রকল্পের উদ্দেশ্য

:

১। প্রকল্প এলাকায় পশুপালনের মাধ্যমে নদীতীরবর্তী ৬৫২৯০ দরিদ্র পরিবারের জীবন জীবিকার মান উন্নয়ন;

২। নদীর চর এলাকায় দুধ, মাংস ও ডিমের উৎপাদন ১৫-২০% বৃদ্ধি করা; এবং

৩। নদীতীরবর্তী এলাকায় দশটি পশুসম্পদ প্রযু্ক্তি/প্যাকেজ গ্রহণ করা।

প্রকল্প বাস্তবায়ন এলাকা

:

ঢাকা বিভাগের ৭টি জেলা

প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম

:

  • নির্বাচিত সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান।
  •  নির্বাচিত লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর (LFF)-দের প্রশিক্ষণ প্রদান।
  •  অনুদান হিসেবে নির্বাচিত প্রশিক্ষণ প্রাপ্ত সুফলভোগীদের মাঝে বকনা, ছাগল, পাঠা, ভেড়া, হাঁস ও মুরগি বিতরণ।
  •  অনুদান হিসেবে বকনা, ছাগল, পাঠা, ভেড়া, হাঁস, মুরগি ও কবুতর/কয়েল শেড নির্মাণ সহায়তা প্রদান।
  •  সুফলভোগীদের মাঝে বকনা, ছাগল, পাঠা, ভেড়া, হাঁস ও মুরগি টিকা, কৃমিনাশক ও ঔষধ বিতরণ।
  •  উন্নতজাতের ঘাসের প্রদর্শনী।
  •  সাইলেজ প্রদর্শনী।