Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২০

সামুদ্রিক মৎস্য গবেষণা জোরদারকরণ ও অবকাঠামো উন্নয়ন

প্রকল্প পরিচালকঃ শাহানুর জাহেদুল হাসান

মোবাইল নং- 01745797979

প্রকল্পের সারসংক্ষেপ

১.

প্রকল্পের নাম:

সামুদ্রিক মৎস্য গবেষণা জোরদারকরণ ও অবকাঠামো উন্নয়ন

 

২.

বাস্তবায়নকারী সংস্থা

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

 

৩.

অনুমোদিত ব্যয়:

 ৪৯.৩০ কোটি টাকা (জিওবি )

 

৪.

প্রকল্প মেয়াদ:

০১ জুলাই ২০১৭ হতে ৩০ জুন ২০২১

 

৫.

অনুমোদনের  তারিখ:

১৬.১০.২০২০

 

৬.

প্রকল্প এলাকা:

কক্সবাজার সদর, কক্সবাজার।

৭.

প্রকল্পের উদ্দেশ্য (সংক্ষিপ্ত)

(ক) বাংলাদেশ বঙ্গোপসাগরের মৎস্যসম্পদের ব্যবস্থাপনা কৌশল উদ্ভাবন।

(খ) বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক মৎস্য প্রজাতির প্রজনন ও চাষ প্রযুক্তি উদ্ভাবন।

(গ) বাংলাদেশে সামুদ্রিক মৎস্য সম্পদের সঠিক ব্যবহারের লক্ষ্যে আহরণোত্তর পরিচর্যা কৌশল উদ্ভাবন।

(ঘ) কক্সবাজারস্থ ইনস্টিটিউটের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন, নির্মাণ  এবং সংস্কার।

(ঙ) আধুনিক হ্যাচারীসহ আবাসিক ভবন নির্মাণ।

৮.

প্রকল্পের প্রধান কার্যক্রম:

(ক) ১টি গবষেণা ও প্রশাসনকি ভবন এবং ১ টি আধুনকি যাদুঘর নর্মিাণ।

(খ) ২টি কন্দ্রেে আবাসকি ভবন  ও অভ্যন্তরীণ রাস্তা নর্মিাণ।

(গ) ১টি আধুনকি সামুদ্রকি মৎস্য হ্যাচারী নর্মিাণ।

(ঘ) কেন্দ্রে পানির জলাধার, বৈদ্যুতিক সাব স্টেশন,রিটেইনিং ওয়াল নির্মাণ।

৯.

জুন ২০১৯ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি:

৯১১.৩৫ লক্ষ টাকা অগ্রগতি (18.48%)

১০.

চলতি বছরে (2019-20) বরাদ্দ ও অগ্রগতি:

১৪৫৬.০০ লক্ষ টাকা ডসিম্বের পর্যন্ত অগ্রগতি ২৯১.০০ লক্ষ টাকা(২০%)

 

১১.

সমস্যা (যদি থাকে):

 

 নাই