Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশে ঝিনুক ও শামুক সংরক্ষণ, পোনা উৎপাদন এবং চাষ প্রকল্প

প্রকল্প পরিচালকঃ ড. সেলিনা ইয়াছমিন

মোবাইল নং- 01712583392

প্রকল্পের সারসংক্ষেপ

১.

প্রকল্পের নাম:

বাংলাদেশে ঝিনুক ও শামুক সংরক্ষণ, পোনা উৎপাদন এবং চাষ প্রকল্প

 

২.

বাস্তবায়নকারী সংস্থা

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

 

৩.

অনুমোদিত ব্যয়:

১১.৩০ কোটি টাকা (জিওবি)

 

৪.

প্রকল্প মেয়াদ:

০১ জুলাই ২০১৭ হতে ৩০ জুন ২০২১

 

৫.

অনুমোদনের  তারিখ:

 ৩ অক্টোবর ২০১৭

 

৬.

প্রকল্প এলাকা:

 ময়মনসিংহ, কক্সবাজার, বগুড়া, বাগেরহাট। 

৭.

প্রকল্পের উদ্দেশ্য (সংক্ষিপ্ত)

(ক) অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঝিনুক ও শামুকের পোনা উৎপাদন ও চাষ প্রযুক্তির উদ্ভাবন।

(খ) ঝিনুক ও শামুকের প্রাকৃতিক মজুদ সংরক্ষণ কৌশল উদ্ভাবন

(গ) বাংলাদেশে ঝিনুক ও শামুকের পপুলেশন ডিনামিক্স এর উপর বেইজ-লাইন তৈরী।

(ঘ) ঝিনুক ও শামুক সংরক্ষণের জন্য সচেতনতা তৈরী এবং প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ প্রদান।

 

৮.

 

 

 

 

প্রকল্পের প্রধান কার্যক্রম

(ক) শামুক ও ঝিনুকের প্রজনন এবং চাষের জন্য পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন।

(খ) গবেষণা কেন্দ্রের ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন।

(গ) গবেষণা ও অফিস যন্ত্রপাতি ক্রয়।

৯.

জুন ২০১৯ পর্যন্ত ক্রমপুঞ্জিত

 অগ্রগতি:

৩৯৬.৯৪ লক্ষ টাকা (35.12%)

10.

চলতি বছরে (2019-20) বরাদ্দ ও অগ্রগতি:

৪২১.০০  লক্ষ টাকা ডিসেম্বের পর্যন্ত অগ্রগতি ১০৫.২৫ লক্ষ টাকা

( ২৫%)

 

১১.

সমস্যা (যদি থাকে):

নাই