Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ অক্টোবর ২০২৪

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্প

ক্রমিক

বিষয়

 

বিবরণ

প্রকল্পের নাম

:

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্প

প্রকল্প পরিচালক

:

জনাব মোঃ ইসানুল হক

নির্বাহী প্রকৌশলী

প্রকল্পের মেয়াদকাল

:

জুলাই/২০২১ -জুন/২০২৫

প্রকল্পের প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়)

:

২৯২৪

প্রকল্পের উদ্দেশ্য

:

হাওর অঞ্চলে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে মৎস্য অবতরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থাপনার উন্নয়ন।  মৎস্য আহরণ, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ও বিপণন এর কাজে জড়িতদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বিশেষতঃ মৎস্য বাছাই, প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং এর কাজে জড়িত মহিলাদের জন্য বর্ধিত হারে কর্ম সৃজন ও দারিদ্র্য বিমোচনে সহায়তা করা।

প্রকল্প বাস্তবায়ন এলাকা

:

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় রাজানগর ইউনিয়নের পুরাতন সুরমা নদীর তীরে ১.০০ একর জায়গার উপর প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে

প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম

:

  • প্রকল্প এলাকায় ২০২৫০ ঘনমিটার ভূমি উন্নয়ন;
  • ১৭০০০ বর্গফুটের (দ্বিতল) মাল্টিপারপাস বিল্ডিং নির্মাণ;
  • ১৫ টন ক্ষমতাসম্পন্ন বরফকল এবং ২০ টন ক্ষমতাসম্পন্ন কোল্ড স্টোরেজ নির্মাণ;
  • ০৪ টি গ্রীণ হাউজ মেকানিক্যাল ড্রায়ার এবং ০৪ টি সোলার মিনিগ্রীড চালিত ড্রায়ার স্থাপন;
  • ৬ ফুট উচ্চতার ৮৩৫ রানিং ফুট বাউন্ডারী ওয়াল নির্মাণ করা;
  • ০২ টি জেনারেটরসহ ০১ টি বৈদ্যুতিক সাব স্টেশন স্থাপন করা।
  • ডেস্কটপ কম্পিউটার ও এক্সেসরিজ, ফার্নিচার, আইসক্রাসার, এয়ার কন্ডিশনার, পিক-আপ
  • ট্রাক পার্কিং এরিয়া, জেটি সিড়ি এবং ঢালুপথ
  • নিকাশ কাঠামো, স্বাস্থ্যবিধান ও পানি সরবরাহ