Wellcome to National Portal
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ এপ্রিল ২০২০

করোনা সংকট মোকাবেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাদের বৈশাখী ভাতা ও কর্মচারীদের একদিনের বেতন মিলিয়ে ১ কোটি ১১ লক্ষ ৩৫ হাজার টাকার চেক মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছেন মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম ও সচিব জনাব রওনক মাহমুদ।


প্রকাশন তারিখ : 2020-04-05

করোনা সংকট মোকাবেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দাঁড়ালো দেশের মানুষের পাশে। মাননীয় মন্ত্রী ও সচিব মহোদয়ের অনুপ্রেরণায় মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, BLRI, BFRI, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তাদের বৈশাখী ভাতা ও কর্মচারীদের একদিনের বেতন মিলিয়ে ১ কোটি, ১১ লক্ষ, ৩৫ হাজার টাকার চেক মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছেন মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম ও সচিব জনাব রওনক মাহমুদ। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ও মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মহোদয় চেক গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগে থাকতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।